Text size A A A
Color C C C C
পাতা

কী সেবা কীভাবে পাবেন

ক) প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বিভিন্ন সল্প মেয়াদী প্রশিক্ষণ (যেমন-বিষয় ভিত্তিক, বিদ্যালয় ব্যবস্থাপনা, প্রাক-প্রাথমিক,বেসিক ইন সার্ভিস,কিউআইসি,ইনডাকশন, উপকরণ উন্নয়ন ইত্যাদি) প্রদান।

খ) প্রশিক্ষণ পরবর্তী Follow up করা।

গ)প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম পর্যবেক্ষন করা এবং উন্নয়নের ক্ষেত্র সমূহ চিহ্নিত করে প্রয়োজনীয় সহায়তা প্রদান।

ঘ) সাব-ক্লাস্টার প্রশিক্ষণ পরিদর্শন।

ঙ) এস এম সি সদস্যদের পশিক্ষণ প্রদান।

চ) শিক্ষকদের জন্য প্রশিক্ষণ চাহিদা তৈরী।

ছ। প্রাথমিক শিক্ষার মান উন্নয়নের জন্য Action Research সহ অন্যান্য গবেষণা পরিচালনা করা।